জাতীয় বীর কাজী আরেফ আহমেদ এর ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাসদ পাবনা জেলা শাখার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আজ ১৬ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাসদ পাবনা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রাঙা। বক্তব্য দেন জেলা জাসদের সাধারন সম্পাদক এডভোকেট নাজমুল কাবী শিন্টু, জেলা জাসদের সহ সভাপতি ও সদর উপজেলা জাসদের সভাপতি আল মাহমুদ নিটু, জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক ও পাবনা পৌর কমিটির সভাপতি নূর উজ জামান খোকন, ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি সৈয়দ সায়েম সাজ্জাদ রাঙা এবং পাবনা সদর জাসদের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সাদ্দাম সহ প্রমুখ। সভায় বক্তারা ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্যরত অবস্থায় জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় পতাকার রূপকার কাজী আরেফ আহমেদ সহ কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, জেলা জাসদের সাধারন সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী ও আরো ৩ জন স্থানীয় নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। স্মরণ সভায় বক্তারা এই নৃশংস হত্যাকান্ডে জড়িত খুনী, ষড়যন্ত্রকারী এবং মদদদাতা সহ সকল অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবী করা হয়।