আতাইকুলায় তিন পলাতক আাসামী আটক

সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে তিন পলাতক আসামীকে আটক করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, গত বুধবার রাতে থানার অফিসারগন সঙ্গীয় ফোর্সসহ গোপন অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো আতাইকুলা থানার মামলা নং- ১২ তাং- ২০/০৩/২৫ ইং এর এজাহার নামীয় আসামি মোঃ মুক্কাদের ওরফে মুক্কা (৫০), পিতাঃ মৃত মোকছেদ প্রাং, সাং- দক্ষিণ আতাইকুলা, থানা আতাইকুলা, জিআর ০৮/২৩ মামলার আসামী মোঃ আসাদুজ্জামান ইমরান পিতাঃ মৃত ইন্তাজ মৃধা সাং- তেলিগ্রাম, থানা আতাইকুলা ও জিআর ১০৪/২৩ ও জিআর ০৮/২৩ মামলার আসামী মোঃ শাহজাহান প্রাং পিতাঃ মোঃ আঃ সাত্তার সাং- মাধপুর ( পশ্চিমপাড়া) থানা- আতাইকুলা, জেলা- পাবনা।
আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান এরা মামলার পলাতক আসামী ছিল। তাদের বিধি মোতাবেক পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়ে