সোহেল রানা সোহাগ:
সিরাজগঞ্জের তাড়াশে কোভিট-১৯ করোনার টিকা প্রদানের উদ্বোধণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার প্রদানের বুথে নিজে প্রথম টিকা গ্রহনের মধ্যে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি । এর পরে থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, বীর মুক্তিযোদ্ধা গাজী শামসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সহ গনমাধ্যম কর্মী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ টিকা গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম, স্বাস্থ্য পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান । তাড়াশ উপজেলা ৬ হাজার ১ শ’ ১০ ডোজ টিকা আসছিল । টিকা নিয়ে ৩০ মিনিট বিশ্রাম শেষে সকলে নিজ নিজ কর্মস্থলে চলে যান।
কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন বলেন, যারা আজ প্রথম ভ্যাকসিন গ্রহন করলেন তারা যদি কোন অসুবিধা বোধ করেন তাহলে আপনাদের জন্য হাসপাতালের ব্যবস্থাপনায় বেডসহ যাবতীয় প্রস্তুতি ঠিক করা আছে। অনায়াসে আপনারা সেবা সুবিধা পাবেন।