প্রকাশ্যে সিল মারা ও ধানের শীষের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ, ভোট বর্জন বিএনপি প্রার্থীর

নাটোর প্রতিনিধি
নৌকার এজেন্টদের বিরুদ্ধে প্রকাশ্যে সিল মারা ও ধানের শীষের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নাটোরের সিংড়া পৌরসভার মেয়র প্রার্থী তায়জুল ইসলাম।পৌর বিএনপির কার্যালয়ে ভোটের দিন দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর ফলে পৌরসভায় ভোটের মাঠে আছেন শুধু আওয়ামী লীগের প্রার্থী জান্নাতুল ফেরদৌস।তায়জুল বলেন,১২টা কেন্দ্রেই প্রকাশ্যে সিল মারছে আওয়ামী লীগ এজেন্টরা। বিএনপি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। প্রশাসনকে বারবার বলার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি; ভোটের কোনো পরিবেশ নেই।
তবে এ ধরনের কোনো অভিযোগ পাননি জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বলেন, বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি।
প্রকাশ্যে সিল মারার অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ প্রার্থী জান্নাতুল বলেন, নিশ্চিত পরাজয় জেনে ধানের শীষের প্রার্থী এসব বলেছেন।