বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের চেলোপাড়ায় রবিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজের নিজস্ব উদ্যোগে প্রতি বছরের ন্যায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদ, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, চেলোপাড়া সুমি ডেন্টাল কেয়ারের পরিচালক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় এবং বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রতিবছর বিভিন্ন উৎসব এবং দুর্যোগকালীন সময়ে মানবতা কে সামনে রেখে পরিমল প্রসাদের নেয়া নানামুখী কার্যক্রম প্রশংসার দাবিদার। ধর্ম, বর্ণ, নির্বিশেষে এমন মানবতার সেবায় সমাজের সকল সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।