সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সদরের নামুজা, শাখারিয়া এবং লাহিড়ীপাড়া ইউনিয়নে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩দিন ব্যাপী পৃথকভাবে সেচ্ছাসেবীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তৃণমূল পর্যায়ে গণমানুষের মাঝে কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ৩টি ইউনিয়নের মোট ৭৫ জন সেচ্ছাসেবীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়নের ২৫ জন তরুণ সেচ্ছাসেবী সচেতনতামূলক এই প্রশিক্ষণ গ্রহণ করেন। যেখানে লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদের সভাপতিত্বে প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য রাখেন ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু। ৩দিন ব্যাপী ইউনিয়নভিত্তিক এই প্রশিক্ষণের সমন্বয় করেন পিইউপি’র প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত সাঈদ এবং প্রশিক্ষণগুলো পরিচালনা করেন ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ।
প্রশিক্ষণে সেচ্ছাসেবীদের মাধ্যমে সকলের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছানোর লক্ষ্যে কোভিড-১৯ মোকাবেলায় বর্তমানে করণীয় সকল পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষভাবে সকলকে মাস্কের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের আহ্বান জানানো হয়। শুধু তাই নয় সেচ্ছাসেবীদের হাত ধোঁয়ার কৌশল, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং বর্তমান পরিস্থিতিতেও খাপ খেয়ে চলার জন্যে করনীয় বিষয়ে নানা আলোচনা করা হয় প্রশিক্ষণে। প্রশিক্ষণ পরবর্তী সেচ্ছাসেবীদের মাধ্যমে বিতরণের লক্ষ্যে এলাকার স্থানীয় জনগণ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকর্মীদের জন্যে মাস্ক ও সচেতনতামূলক প্রচার লিফলেট প্রদান করা হয় প্রশিক্ষণার্থীদেরকে।