সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে কুমিল্লা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার গাজীপুর এলাকার মৃত: আব্দুল লতিফের ছেলে সবুজুল ইসলাম মোরশেদ (২৪)। দুপচাঁচিয়া থানা সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসে কুমিল্লা থেকে দুপচাঁচিয়া হয়ে নওগাঁয় মাদকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদিঘী-দুপচাঁচিয়া সার্কেল) কে.এইচ.এম এরশাদ এর তত্বাবধানে বৃহস্পতিবার উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর চৌকস নেতৃত্বে পুলিশের একটি টিম অবস্থান নিয়ে সন্দেহভাজন সেই বাসে তল্লাশি চালায়। অভিযানে বাসের বক্সের ভিতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ট্রাভেল ব্যাগে রাখা সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা বহনকারী বাসযাত্রী মাদক ব্যবসায়ী সবুজুল ইসলাম মোর্শেদকেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানের নেতৃত্বে থাকা দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান উপজেলায় চলমান থাকবে মর্মে তিনি জনসাধারণকে শুধু তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।