নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় দুদিন ধরে হাড় কাঁপুনি শীত নেমেছে। এতে কাঁপছে রাজশাহী অঞ্চলের জনপদ। হিমেল বাতাসের পাশাপাশি ঘন কুয়াশায় বিপর্যস্ত ছিন্নমূল খেটে খাওয়া মানুষের জনজীবন। বিশেষ করে ভাসমান ও ছিন্নমূল মানুষগুলোর পড়েছেন চরম দুর্ভোগে। এছাড়া বিভিন্ন ক্ষেতে শিশিরে ভিজে রয়েছে মাঠের বিভিন্ন ফসল। সড়কে ঝুঁকি এড়াতে সকালে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তাই তীব্র শীত থেকে রক্ষা পেতে সকালে পথের ধারে খড়-কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে অনেককে। এবং শীতবস্ত্রের অভাবে ভাসমান ও ছিন্নমূল মানুষরা শীতে কাতর হয়ে পড়েছেন। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে এসব মানুষরা শীতে অনেকটা কাতর হয়ে পড়েন। এবং শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে নি¤œ এবং মধ্যবিত্তরা হুমড়ি খেয়ে পড়ছেন ফুটপাতের দোকানগুলোতে। বিশেষ করে ছিন্নমূল এবং নি¤œ আয়ের পরিবারগুলোতে শিশু ও বৃদ্ধরা বিপাকে পড়েছেন। গরম কাপড় না পাওয়ায় শীতে আক্রান্ত হয়ে অনেকে অসুস্থ হয়েও পড়ছে। ফলে বাড়ছে শীতজনিত রোগের মাত্রাও। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীতে সপ্তাহ জুড়েই তাপমাত্রা কমছে। যা আরো ২ ৩ দিন অব্যাহত থাকবে। শনিবার রাজশাহীতে দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার রাজশাহীতে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।#