স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) এর উদ্যোগে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস বৃক্ষ রোপণ বন্ধের দাবিতে গতকাল রোববার বেলা ১২ টায় পাবনা প্রেসক্লাবের সামনে এক গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়। গণস্বাক্ষরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ পাবনার প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ( অবঃ) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি ও দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণস্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ( অবঃ) প্রফেসর আব্দুল করিম, জেলা কৃষক লীগের সহসভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সামছুল হুদা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু,সাহিত্য ও বির্তক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম ও পাওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেবুন্নেছা ববিন।
গণস্বাক্ষরে স্বাক্ষর করেন সকল অতিথিসহ বঙ্গবন্ধু পরিষদ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক(অবঃ) তোফাজ্জল হোসেন, দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান, সামছুল হুদা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন,অধ্যাপক এ কে এম রবিউল আলম,সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক সাইফুল ইসলাম,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল, রোটাঃ আলহাজ্ব শফিউদ্দিন, বীমা কর্মী ওমর আলী, এফবিসিসিআই এর কো চেয়ারম্যান হাজী ফারুক, ইঞ্জি মোঃ আব্দুল্লাহ ফারুক,দৈনিক সিনসা প্রধান প্রতিবেদক আব্দুল কাদের মাস্টার, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন নাহার জলি, পাবনা পৌর সভার স্যানিটারী ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন, এনজিও কর্মী আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব আলী, এনজিও কর্মী নাসরিন পারভীন, উদ্দীপনার নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমিন, সাইফুর রহমান, লেখক মমতাজ রোজ কলি, বার্তা সংস্থা আইনএনএস প্রধান সম্পাদক হাসান আলী, এসএম মাহমুদ কামাল, বার্তা সংস্থা ইউএনএস বার্তা সম্পাদক এস পারভেজ, হুমায়ুন রশীদ, কবি খান আনোয়ার হোসেন, জহুরা আখতারী, সাংবাদিক তানভীর ইসলাম অয়ন প্রমুখ। গণস্বাক্ষর অভিযান ১৭ থেকে ২৫ জানুয়ারি পাবনাতে চলবে। সার্বিক সহযোগিতায় ছিলেন বেলা রাজশাহী বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।