এই অসময়ে এসো ধরি কলম
অস্ত্র দেই ফেলে
সমাজের অসঙ্গতি যত দেখি
এসো ধরি তুলে।
যত কথা যত ব্যথা বুকের ভেতর
খুলে বলো দ্বিধাহীন
অন্তরের বন্দর যখন কবিতার নোঙর
ভাবনা তখন স্বাধীন।
জাগো অগ্রপথিক, জাগাও তাদের
যারা এখনো আছে ঘুমে
নেশা ছাড়ো,পেশা ধরো ভাল মানুষ
বাসর বাঁধো, স্বপ্ন চুমে!
পথের বাঁকে কানাকুয়োর ডাকে তুমি
তোল না তেঁতুল কথা
পদ্মপাতায় আঁকো আউশধানের ছবি
কবির কল্পবিলে ভেসে
হেঁসে হেঁসে তপ্ত দুপুর গড়ায় সুদূর
অধরে চাঁদ পড়ে ঝলসে!