সামসুন নাহারের দুইটি কবিতা

এসো নতুনত্বে

এসো নতুন বছরের আজকে প্রথম দিনে
উড়িয়ে দেই সম খুশী নীল আকাশে,
চলো পুষ্প ঘ্রাণের মতো স্নেহ প্রীতি যতো
দিকে দিকে ছড়াই সুখের আবেশে।

জীবনের ঝরে যাওয়া বিগত দিনগুলোর
খাতায় জমা আছে,ভুলত্রুটি যতো,
স্রষ্টার কাছে ধীরচিত্তে চলো বারে বার
গুনাহ’ অবসান চাই করে শির নতো।

সামনের দিনগুলো সকলের দ্বারে দ্বারে
আসুক ফোটা সদ্য ফুলের মতো,
নিস্পাপ হোক যতো অন্তর আপনা লয়ে
ভব মোহে প্রস্ফুটিত হোক শত-শত।

চলো একসাথে একি নাটাই ধরি উড়াই ঘুড়ি
বিশ সালের বিষাক্ত দিদা মন্দ ভুলে,
খোদার তরে আরাধনা করে গড়ি জীবন
একুশ সালের সুস্বপ্ন হৃদয়ে নিই তুলে।

বিদায় বিষ

পুরো একটি বছর এক সাথে থেকেছি প্রতিক্ষণ,আজ ফেলে এলাম একলা।
বুকে স্বযত্নে জড়িয়ে সুখে থাক নিয়ে তোকে দিয়ে এলাম একবুক জ্বালা।

তোর ভিতরে বিগত বারোটি মাস,
করোনা নামক বড়োই মর্মান্তিক ভাইরাস করলি চাষ।

ছলে বলে কলে-কৌশলে, তিন শত পঁয়ষট্টি দিন,নিয়ে থেকেছিস লুকে।
সুখেও করিনি পর কখনো তোকে,দিবানিশি জড়িয়ে রেখেছি কঠিন বুকে।

সাথে রেখেছিস, ছুড়ে ফেলিসনি ঠাঁই দিয়েছিস প্রতি মুহুর্ত,,
সকল ক্ষেত্রে আনন্দের সঙ্গী দুঃখের ভাগীদার হয়েছিলিস প্রতিনিয়ত।

উপায় ছিলোনা তাই, তোকে ফেলে এলাম একলা করিসনে ভয়,
নাম যশ খ্যাতি যতো তোর ভেতরেই করেছি জয়।

তুই ভালো বেসেছিস যত, তার অধিক করেছিস ক্ষতবিক্ষত জীবনের প্রতি দ্বারে।
কষ্ট তো বটে ছাড় দিসনি এতটুকু, তিলে তিলে খেয়েছিস কুরে।

যত যন্ত্রণা সয়ে গেছি তবুও তোকে কখনো ছেড়ে আসতে পারিনি,,
নিষ্ঠুর হয়ে আজ তোকে ফেলে এলাম একলা সাথে নিতে চাইনি।

সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস পেরিয়ে তোর ভেতরেই পেয়েছি বছর,,
সুখ দুঃখ হাসি কাঁন্না নিপীড়ন জ্বালাতন সবি দিয়েছিস সত্যি তুই নাছোড়।

বারো মাসে বারো ভাবে খুব খুব জালিয়েছিস সম হৃদয়,,
দিয়েছিস কিছু সুখ;কিছু সময় হয়েছিস সদ্বয়।

আজ ফেলে আসতে সত্যি সত্যি কষ্ট হচ্ছে তবুও নেবনা তোকে সাথে,,
তোর মত তুই সুখে থাক,ভুলে যা মোরে,চলি নিজের পথে।

বিদায়…
বিগত বারটি মাস তোদের দিলাম
বিদায়……