শহিদ সেনা

কৃষ্ণচূড়ার লাল রঙে, রঞ্জিত হলো রাস্তা
নতুন প্রজন্ম ভেবোনা তুমি বাংলা ভাষা সস্তা

মায়ের কোল খালি হলো, নির্যাতিত নারী
জীবন মরণ সন্ধিক্ষণেও, পুড়লো বসত বাড়ি।

বর্ণমালার আশা নিয়ে, রাষ্ট্রভাষার দাবি নিয়ে
ছাত্র জনতা মিছিল করে, পাক বাহিনী গুলি ছোঁড়ে।

পাক বাহিনীর গুলির তোড়ে, শহিদের রক্ত গড়িয়ে পরে
তবু বাঙালি হার না মানে, বাংলাদেশ স্বধীন করে।

বাঙালি জাতির হৃদয়ে গাঁথা, লাখো শহিদের প্রাণ
বৃথা যেতে দেবোনা মোরা, মাটিতে রক্তের ঘ্রাণ।

দেশের জন্য ভাষার জন্য তোমাদের এই দান
ষোলো কোটি বাঙালির হৃদয়ে তোমাদের স্থান।

যাদের জন্য বাংলা মোরা পেলাম
তাদের জানাই লক্ষ কোটি সালাম।

লাখো শহিদের রক্তে বাংলা মোদের কেনা
হাসি মুখে যারা দিলো প্রাণ, তারাইতো শহিদ সেনা।