মো. জিল্লুর রহমান রানা
পাবনার আটঘরিয়ায় মরহুম আব্বাস আলী খান স্মৃতি নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আটঘরিয়া উপজেলার ধলেশ^র দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে ভাই ভাই ক্লাব, ফরিদপুর কে কামারগ্রাম সোনালী সংঘ ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ারগৌরব অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন।
বিশ^ বাংলা ২৪ টিভির চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো. আব্দুল আলীম আকাশের সার্বিক পৃষ্টপোষকতায় ধলেশ^র ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সরদার, দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল, ধলেশ^র ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. বাকী বিল্লাহ, আটঘরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন খান, আটঘরিয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, মরহুম আব্বাস আলী খানের পুত্র মো. আব্দুল মজিদ খান, ধলেশ^র ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুস সামাদ।
ধলেশ^ার সোনালী সংঘের আয়োজনে রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ধলেশ^র সোনালী সংঘের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন খান, আটঘরিয়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল আজিজ খান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরহাদ হোসেন চঞ্চল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর উম্মে কুলসুম আরা বিউটি। খেলা পরিচালনা করেন মো. হেলাল উদ্দিন খান, সহকারী পরিচালক ছিলেন আবুল কালাম ও রেজাউল করিম লিটন।