পাবনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কাউন্সিলর বকুল শেখকে হত্যা মামলার ৫ আসামিকে রাজধানীর সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব-১২।
পাবনা র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় সাভারের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাবনার নিকারীপাড়ার মখলেছ (৬৪) ও তার ছেলে ডালিম (৪০), আলিম(৩৭), রুবেল (৩৫) ও আদেশ (৩০)। এ সময় অভিযানে তাদের নিকট থেকে ৭টি মোবাইল সেট, ৬টি সিম ও নগদ ৫০ হাজার ৯১৫ টাকা উদ্ধার করা হয়।
আসামিদের জিজ্ঞাবাদে জানা যায়, নিহত বকুল মেম্বারের সাথে তাদের দীর্ঘদিন যাবত স্থানীয় অনন্ত মোড়ের সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোবাইকের স্ট্যান্ডের দখল নেওয়া নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই কাউন্সিলর বকুলকে হত্যা করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পাবনা থানায় হস্তান্তর করা হয়।