দুর্গাপুরে অস্ত্রসহ আদিবাসী দুই যুবক আটক


নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর (নেত্রকোনা):
নেত্রকোণার দুর্গাপুরে বিদেশি পিস্তলসহ সুবেস চিসিম বেস (৩০) ও পেলেষ্টার দারিং (২৪) নামে দুই আদিবাসী যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিরিশিরি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপারার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বিরিশিরিতে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা চালায়। খবর পেয়ে দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিরিশিরি বধ্যভূমি কাছ থেকে তাদের আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকে ৭.৬৫ ক্যালিবার একটি বিদেশি পিস্তল জব্দ করে । এই ঘটনায় দুর্গাপুর থানার পুলিশের সাব-ইন্সপেক্টর গোলাম মোস্তফা বাদী হয়ে ছিনতাই ও অবৈধ অস্ত্র রাখান পৃথক দুটি মামলা দায়ের করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম জানান, এ ঘটনায় দুটি মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ।
উল্লেখ্য, এর আগেও সুবেস চিসিম বেসের বিরুদ্ধে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুর সদর থানায় অস্ত্র ও অপহরন সহ দুইটি মামলা রয়েছে।