রাজশাহীতে নারীসহ ৮ জন রোগী ধরা দালাল আটক


নাজিম হাসান,রাজশাহী থেকে:
উত্তরবঙ্গের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নারীসহ ৮ জন রোগী ধরা দালালকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে লক্ষীপুর পুলিশ বক্সের একটি দল। আটককৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত আব্দুল ওয়াবের ছেলে সেলিম রেজা (৩৫), বহরমপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সাগর আলী মিন্টু (৩০), নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মুকুল ইসলাম (৩৮), নগরীর কাঁঠালবাড়িয়া এলাকার শামসুদ্দিনের ছেলে রয়েল হোসেন অপু (৩০), একই থানার কাশিয়াডাঙ্গা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে সালাউদ্দিন সুমন (৩০), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মারুফ হোসেন (২২), বাগমারা থানার ছোট কয়রা গ্রামের সাজ্জাদের ছেলে সফিউল ইসলাম (১৯) ও নগরীর চন্দ্রিমা থানার নতুন কলোনি এলাকার আনারুলের স্ত্রী রাজিয়া খাতুন (২৭)।লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জএসআই মাহবুব রহমান জানান, রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে নারীসহ ৮ জন দালালকে আটক করা হয়েছে। তাদের রাজপাড়া থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা সবাই পেশাদার দালাল।#