মৌলভীবাজারে তরুণী অপহরণ : নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে তরুণী অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ( নং- নং-২৫২/২০ইং, আইন-২০০০ইং সংশোধন ২০০৩ ইং এর ৭/৩০ ধারা তৎ সহ দ: বি: আইনে ৫০৬ (২) ধারায় দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের কোনাগাঁও গ্রামের ভুক্তভোগীর পিতা শাহজান মিয়া বাদী হয়ে একই এলাকার বাসিন্দা তছলিম উল্যার পুত্র শিমুল মিয়া (২২), আলিক মিয়ার পুত্র টিটু মিয়া (২৩),বরইউরি গ্রামের বাসিন্দা ইছতাব (ফেলেগ) পুত্র মোস্তাক মিয়া (২৩), নাজিরাবাদ গ্রামের মৃত এবাদ উল্যার পুত্র এমরুল মিয়া (১৯), মৃত রিয়াছত উল্যার পুত্র তছলিম উল্যা (৬০),তছলিম উল্যার স্ত্রী মরিয়ম বেগম (৫৫)গংদের আসামী করে মামলা দায়ের করেন । জানা যায়, শিমুল মিয়া ও এমরুল মিয়া ভিকটিমের বাড়ি আশ পাশে অযথা ঘুরাফেরা করতো এবং ভিকটিম আফছানা বেগমকে দেখে খারাপ ইঙ্গিত করতো। এক প্রর্যায়ে শিমুল ভিকটিম এর সহিত খারাপ কাজে লিপ্ত হওয়ার প্রস্তাব দেয়। ভিকটিম প্রত্যাখান করে এতে ক্ষিপ্ত হয়ে উঠে শিমুল। এ বিষয় পরিবারকে জানালেও শিমুলের পিতা ও মাতা কোন প্রতিকার করেনি। মামলার তথ্য সূত্রে আরও জানা যায়, গত ০২/১২/২০২০ তারিখে ভিকটিম আফছানা বেগম রাতের খাওয়া দাওয়া শেষে প্রশ্রাব করার জন্য ঘর থেকে বেড় হলে পূর্ব হইতে ওৎ পাতিয়া থাকা ১-৪ নং আসামীগন ভিকটিমকে ঝাপটা মারিয়া ধরিয়া অপহরন করিয়া নিয়ে যাওয়া অবস্থায় তাহার আতœচিৎকারে লোকজন এসে বাঁধা প্রদান করলে তা অমান্য করে তাদের সঙ্গে আনা নোহা গাড়িতে জোর পূর্বক উঠাইয়া নিয়া যায়।