বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুর ৫ মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়

রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুরঃ
বাংলাদেশ  জাতীয়তাবাদী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ইফতার ও দোয়া এবং ৩১ দফা বাস্তবায়ন গণসংযোগ অনুষ্ঠান।

জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৫ (পার্বতীপুর – ফুলবাড়ী) আসনে মনোনয়ন প্রত্যাশী এসএম জাকারিয়া বাচ্চু ৩১ দফা বাস্তবায়ন পার্বতীপুর হাবড়া ইউনিয়নে শিয়াল কোট মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ মাহফুজার রহমান মানিক সাবেক সভাপতি ৯ ওয়ার্ড বিএনপি,  অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক যুবদল ১০ হরিরামপুর ইউনিয়ন বিএনপি মোঃ শওকত আলী,  সভাপতি ২ নং মন্মদ পুর  ইউনিয়ন বিএনপি কাজী রবিউল ইসলাম, পার্বতীপুর উপজেলা সাবেক যুবদলের সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম, অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ এহসানুল হক।

অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল বিএনপির নিজস্ব রাজনৈতিক দর্শন নয়, বরং এটি জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তির চিন্তাভাবনার মিশ্রণ। এ কর্মসূচি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা উপস্থাপন করেছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষাব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতির প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন। এটি জাতীয় ঐক্যের ভিত্তি রচনা করে জনগণের অংশগ্রহণ, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে।

এ কর্মসূচি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার একটি মডেল হতে পারে, যা দেশকে এগিয়ে নেওয়ার একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে। ৩১ দফার প্রতিটি দিকই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের মৌলিক নীতিমালা হিসাবে কাজ করবে। এগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে পরিণত করবে, যেখানে আগামী দশকের মধ্যেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জিত হবে।

মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু অনুষ্ঠানে এলাকার সকলের উদ্দেশ্যে বলেন আপনারা দোয়া করবেন ধানের শীষে মনোনীত প্রার্থী হিসেবে আমাকে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাই। ইতিপূর্বে আমি বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলাম মসজিদ মাদ্রাসা নির্মাণ গ্রামে রাস্তাঘাট টিউবওয়েল হতদরিদ্রদের মাঝে গরু ছাগল বিতরণ করেছি আমি যদি মনোনয়ন নাও পাই অনুদান অব্যাহত থাকবে।