কলমাকান্দায় বেগম রোকেয়া দিবস পালন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
‘কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মহিলা পরিষদের সভানেত্রী রওশনারা পারভীন, জেলা পরিষদের সদস্য মিনারা ইসলাম, কেয়ার বাংলাদেশের এলাকা প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন, নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা, প্রশিক্ষক তপন সরকার ও শুখা মানখিন প্রমুখ। সভা শেষে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হয়েছে। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শাহানা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কপোতী ঘাগ্রা, সফল জননী শ্রেণিতে সানজিদা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু এই বিভাগে হালিমা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা. মিনারা ইসলাম জয়িতা নির্বাচিত হয়েছেন।