বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং জয়িতা অন্বেষণে বাংলাদেশ উদযাপন কর্মসুচির অংশ হিসাবে বুধবার( ৯)ডিসেম্বর দুপুরে চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপজেলা নিবাহী কমর্কতা মো সৈকত ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন। উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা আফসার আলী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহাক আলী মানিক, ব্যবসায় সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমূখ,পরে অর্থনৈতিক ভাবে সফল্য অর্জনকারী নারী হিসাবে মূলগ্রাম ইউনিয়নের কুবিরিদয়ার গ্রামের মৃত আব্দুর রহমানের স্থ্রী মোছা জুলিয়া খাতুনকে, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীনকে, সফল জননী নারী হিসেবে মুলগ্রাম ইউনিয়নের দক্ষিণ সেনগ্রামের নার্গিস খাতুন কে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় তাজমুল নাহার মুনমুনকে ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় হরিপুর ইউনিয়নের পাঁচবেরিয়া গ্রামের মোছাম্মদ চম্পা খাতুন কে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারি ইন্সট্রাক্টর ইউ আর সি কল্যাণ কুমার সরকার ।