ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ
বুধবার ফরিদপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন, মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন পারভীন মুক্তি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাফিজ প্রমূখ। স্বাগত বক্তব্যদেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ পাল। জয়ীতাদের মধ্যে ছিলেন বড়গোলকাটা গ্রামের ইঞ্জিনিয়ার আনসার আলীর স্ত্রী লাইলী বেগম। তার ২ কণ্যা ও ১ পুত্রের মধ্যে তিন জনই মেডিকেল অফিসার। রুলদহ গ্রামের মরহুম এ.এস.এম গাউসুজ্জামান এর স্ত্রী মহাশ্বেতা ঘোষ। তিনি ফরিদপুর উপজেলার পুংগলী শহিদুল্লাহ কলেজ এর ইংরেজী বিষক সহকারি অধ্যপক। তিনি শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী। মোছাঃ সুজাতা নাসরিন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী। মোছাঃ আমেনা খাতুন নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন যে নারী। মোছাঃ তাসলিমা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী।