রাজনগরে জোর পূর্বক বাড়ী দখলের চেষ্টা

রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের একাসন্তুুষ গ্রামে এক মালাকার বাড়ী দখলের চেষ্টা ও মহিলাকে শ্রীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশী ফটিক ধর এর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সুত্রে প্রকাশ- একাসন্তুুষ গ্রামে স্থানীয় বাসিন্দা কিশোর কান্তি ভট্রাচার্জ ও তার পরিবারের কাছ খেকে একটি বাড়ি কিনেছিলেন। সেই বাড়িতে পরিবার নিয়ে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন নরেন্দ্র মালাকার । হঠাৎই কয়েকজন প্রতিবেশীর মাধ্যমে প্রভাবশালী ফটিক ধর তার বাড়ি কব্জা করার চেষ্টা করে। সর্বশেষ গত ৪ ডিসেম্বর সকালে ফটিক ধর ও তার লোকজন দল-বল নিয়ে বাড়ী দখলের চেষ্টা চালান। এ সময় নরেন্দ্র মালাকার, রনজিৎ মালাকার, সনজিৎ মালাকার, প্রিয়াংকা মালাকারসহ অন্যান্য লোকজন বাঁধা নিষেধ করলে ফটিক বাড়ীটি না ছাড়লে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এবং মহিলাদের শ্রীলতাহানি করেন। এ সময় তাদের সাথে থাকা লোকজন বাড়ীর সীমানাসহ আসবাবপত্র ভাংচুর করেন। নরেন্দ্র মালাকার জানান- দীর্ঘ ২০ বছর যাবৎ ফটিক ধর এর বাড়ীতে কাজ করতেন। সেই সুবাদে তিনি ৫০ হাজার টাকা ঋণ গ্রহন করেন। সেই টাকা তিনি চাকুরী করাকালীন অবস্থায় পরিশোধ করেন। প্রায় ২ বছর যাবৎ তার বাড়ীতে কাজ না করায় তিনি ক্ষিপ্ত হন। প্রতিশোধ নিতে এবং আমাদেরকে বাড়ী ছাড়া করতে বাড়ী দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।