৯ ডিসেম্বর দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কর্মসূচি সফল করতে দায়িত্বশীল সভা

মৌলভীবাজার প্রতিনিধি ঃ পূর্ব ঘোষিত আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০ উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির ডাকে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ হইতে দুর্নীতি বিরোধী র‌্যালি, দুপুর ১২ ঘটিকায় চৌমোহনা চত্বরে পথ সভা ও বিকাল ৩ ঘটিকায় নিজ কার্যালয়, এম সাইফুর রহমান রোড, সোনালী ব্যাংক প্রধান শাখার বিপরীতে ( তয় তলায়, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়) এক আলোচনা সভাসহ ঘোষিত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করার লক্ষে আজ ৬ নভেম্বর সন্ধ্যায় দায়িত্বশীল বিভিন্ন সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা কমিঠির সভাপতি আলহাজ্ব এড. মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় বক্তারা বলেন-সময়ের দাবী এখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদন্ড আইন পাস করাতে গণআন্দোলন গড়ে তোলা। সচেতন জনগণ মনে করে ১/১১ প্রণিত শক্তিশালী দুদক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে ন্যায়পাল চালু, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়-সম্পত্তির হিসাব দাখিলের বিধান বাধ্যতামূলক করলে দেশে ধর্ষণ, বিচার বর্হিভূত হত্যাকান্ড, সন্ত্রাস, মাদক সহ সকল বিশৃঙ্খলা অনেকাংশে লাঘব হবে। দুর্নীতিবাজদের মৃত্যুদন্ড শাস্তি দিলে ধর্ষণ সহ সামাজিক অপরাধ কমবে। বাংলাদেশে প্রথম থেকে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করে আসছে এই সংগঠন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি শেখ ফয়েজ আলী, সহ-সভাপতি মির্জা মোঃ জামান, সহ-সভাপতি জব্বার তালুকদার, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, প্রকাশনা সম্পাদক রুবেল রানা চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু ও ছাত্র ফোরামের সহ-সভাপতি রাহাত আহমদ শিপন প্রমুখ।