সুজানগরের সাগরকান্দি ইউনিয়নে বিট পুলিশিং এর মতবিনিময় সভা

সুজনগর (পাবনা) প্রতিনিধি: আপনার পুলিশ, আপনার পাশে তথ্য দিন, সেবা নিন। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগানে মাদক প্রতিরোধ, জঙ্গিবাদ, নারী শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষণ ও বাল্য বিবাহ রোধ সহ সকল সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সকল শ্রেণী পেশার মানুষের সাথে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন রোববার বিকেলে ৮ নং বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালিম নগর ফাঁড়ির ইনচার্জ গোলাম রসূলের সভাপতিত্বে ও এস আই রেজাউল করিম আকন্দের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যদেন পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর – আমিন পুর সার্কেল) ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্যদেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী। এসময় আরো বক্তব্যদেন আওয়ামী লীগ নেতা আবদুল কাদের আজম, বীর মুক্তিযোদ্ধা এবাদত হোসেন, জাহাঙ্গীর হোসেন রানা, সরদার তোফায়েল আহমেদ, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তুরাগ হোসেন রাজু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, আপনারা আপনাদের আশে-পাশে ঘটনা ঘটনার সঠিক তথ্য দিয়ে নিরাপদ সমাজ গড়ায় অংশ নিন, আপনাদের সহযোগিতায় আমরা অপরাধীদের কে চিহ্নিত করতে সক্ষম হই, তাই আপনার সচেতনতাই পারে আগামী প্রজন্ম কে সকল প্রকার অপরাধ থেকে বিরত রাখতে। বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান শাহীন চৌধুরী বলেন, কেউ যদি নেশার সাথে জড়িত থাকে তাহলে সেই বাড়ি, সেই সাথে ঐ সমাজ, পাড়া, ওয়ার্ড সহ ইউনিয়নের প্রত্যেকটি মানুষকে এর মূল্য দিতে হয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ দেশের স্বার্থে যদি কেউ নেশার সাথে জড়িত থাকে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। তিনি আরো বলেন তালিম নগর ফাঁড়ির এস আই রেজাউল করিম আকন্দ এই ফাঁড়িতে যোগদানের পর থেকেই আমাদের ইউনিয়নে নেশা প্রায় কমে এসেছে, তাই আমি ও আমার ইউনিয়ন বাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।