নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর,নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঘনবসতি ইন্দ্রপুর গ্রামের সরকারী জমিতে আবাসন প্রকল্প তৈরি না করার জন্য মানববন্ধন করেন উক্ত গ্রামের ভুক্তভোগীরা। শুক্রবার সকালে ইন্দ্রপুর গ্রামে শত শত নারী পুরুষ এই মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ইন্দ্রপুর গ্রামটি একটি ঘনবসতিপূর্ণ হওয়াই সরকার যে জায়গায় আবাসন প্রকল্প করতে চাচ্ছে সে জায়গার আশে পাশে একটি মসজিদ, ঈদগাহ মাঠ কবরস্থান, ভূমিহীন হতদরিদ্র পরিবার সহ নানা রকম স্থাপনা রয়েছে। দিন আনা দিন খাওয়া মানুষগুলো খালে মাছ শিকার করে ও সরকারি জমিতে সবজি চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে। সে জায়গায় আবাসন প্রকল্প করলে এলাকাবাসীর নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে।
আবাসন প্রকল্পের জন্য নির্ধারিত জায়গা অন্য যে কোনো প্রকল্প গড়ে তোলা হউক তাতে এলাকাবাসীর কেনো আপওি নেই বলে জানান মানববন্ধনে অংশগ্রহনকারী লোকজন। সরকারের প্রতি আস্থাশীল হয়ে বর্তমানে বসবাসকারী লোকজনদের উচ্ছেদ না করে অন্যত্র আবাসন প্রকল্পটি স্থান্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।