লালপুর (নাটোর) প্রতিনিধি:
উত্তর বঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের সমাপ্ত ঘোষণা করেছে মিল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আখ মাড়াইয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়। এর আগে গত ১৫ নভেম্বর বিকেলে ৯২তম মাড়াই মৌসুমের উদ্ধোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
মিল সূত্রে জানা যায়, চলতি মাড়াই মৌসুমে মোট ১২৬ দিনে ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৩৫০ মেট্রিকটন চিনি উৎপাদন করেছে। চিনি উৎপাদনের হার ছিল শতকরা ৫.৮ভাগ। যা গত মৌসুমে ১১৪ দিনে আখ মাড়াই করে মোট চিনি উৎপাদন করে ১০ হাজার ৫২৫ মেট্রিক টন।
