চাটমোহর (পাবনা) প্রতিনিধি
ঢাকা বিশ্বদ্যিালয়ের প্রাক্তন ও বর্তমান চাটমোহরের ছাত্র ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল তিন টায় উপজেলার মথুরাপুর তেল পাম্প সংলগ্ন ভিলেজ ক্যাফেতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব চাটমোহর (ডুসাক) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসাক সভাপতি আব্দুল্লাহ আল মূসা।
ডুসাক সাধারণ সম্পাদক মামুন সরকারের সঞ্চালনায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমান পলাশ পিএসসি, যুগ্ম সচিব এম আব্দুর রহিম, সহযোগি অধ্যাপক ড.আকরাম হোসাইন (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), মেজর জাহাঙ্গীর আলম, আয়কর কর্মকর্তা এম এ হাশেম, সহকারি অধ্যাপক আলামিন হোসেন (বিসিএস শিক্ষা), সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ মনিরুজ্জামান (বিসিএস শিক্ষা), ব্যাংক কর্মকর্তা সুলতান মাহমুদ বাবুল, বিসিআইসি’র প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ হোসাইন, চারু শিল্পী মিলন রবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান অনেক শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পূনর্মিলনী শেষে ডুসাকের নতুন আংশিক কমিটি ঘোষণা করেন ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমান। নতুন কমিটিতে আলমাস হুসাইনকে সভাপতি ও আসিফুল ইসলাম অনন্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটিকে আগামি পনেরো কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।
