তাড়াশে একটি ঘরের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন সামেজা খাতুন

সোহেল রানা সোহাগঃ

সিরাজগঞ্জের তাড়াশে সামেজা খাতুন নামের এক বিধবা সরকারী ঘরের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কে দিবে এই ঘর সেই অপেক্ষায় ঘুরে বেড়াচ্ছেন তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বসবাসকারী মুত হাসেম প্রামানিকের স্ত্রী বিধবা সামেজা খাতুন (৪০)। বাংলাদেশের রোল মডেল, মানবতার মানস কন্যা,হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর মমতাময়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত ঘরের জন্য দ্বারে দ্বারে ঘুরে ও জোটেনি একটি ঘর। সরেজমিনে গিয়ে দেখা যায় তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সামেজা খাতুন যেখানে বসবাস করে সেখানে নেই তার থাকার মতো একটি ঘর। পরের ঘরের বারান্দায় কোন রকম রাত্রি যাপন করে দিনাতিপাত করছেন এই হতদরিদ্র বিধবা স্ত্রী সামেজা খাতুন। ঘর তোলার জায়গা থাকলেও অর্থের অভাবে তুলতে পারে নি মাথা গোজার ঠাঁই। চারিদিকে খুটি দিয়ে রেখে ২বছর যাবত মনে মনে ভাবছেন ঘর একদিন হবেই।কিন্তু এখনো হয় নাই। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোন সন্ধান না পেয়ে তিনি সাংবাদিকদের শরানাপন্ন হলে সাংবাদিকরা তার অবস্থা দেখার জন্য সেখানে গিয়ে দেখে তার করুন দৃশ্য।

সামেজা খাতুন বলেন,আমি ঘরের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছি। কেউ আমাকে ঘর দেওয়ার কথা বলে নি। আমার মতো মানুষ যদি ঘর না পাই তাহলে প্রধান মন্ত্রি কারে ঘর দিবি জানি না। আমার ঘরের জন্য বলার মতো লোক নেই।