ইয়ানূর রহমান : বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে
৩০ জন কিশোর কিশোরী ও যুবতী বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত আসল দেশে।
শুক্রবার বেলা ৩.৩০ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন
পুলিশ এর কাছে হস্তান্তর করেন। এ সময় ফেরত আসাদের গ্রহন করতে আসা বিভিন্ন
বেসরকারী এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরত আসারা হলোঃÑ নওগা জেলার জহির আলীর ছেলে শহিদ (১৪) সিরাজগঞ্জ জেলার
মিলন হক এর ছেলে নাইমুল হক (১৪) পিরোজপুর জেলার শাহিন তালুকদার এর ছেলে
সাব্বির তালুকদার (১২) চট্রগ্রাম জেলার মুজিব শেখ এর ছেলে ইব্রাহীম শেখ,
ঠাকুর গাঁও জেলার শুশিল রায় এর ছেলে বিপ্লব রায় (১৪) পাবনা জেলার তাহের
আলীর মেয়ে মাহফুজা খাতুন (১৫) সাতক্ষীরা জেলার বাবুল সরদার এর মেয়ে চুমকি
খাতুন (১৪) রাজশাহি জেলার আবুল কালম এর মেয়ে লাবনী আক্তার (১৬) গোপাল
গঞ্জ জেলার মুজিবর সিকদার এর মেয়ে শাপলা সিকদার (১৬) খুলনা জেলার অহিদুল
এর মেয়ে নীলা খাতুন (১৬) চট্রগ্রম জেলার রশিদ হাওলাদার এর মেয়ে
উম্মেকুলসুম (১৩) ও জুমিনি আক্তার (১৬) খুলনা জেলার মুক্তার শেখ এর মেয়ে
সায়রা খাতুন (১৯) জয়পুর হাট জেলার কালু শেখ এর মেয়ে কাকলী (১৬) মাগুরা
জেলার ইলিয়াছ এর মেয়ে আরুফা খাতুন (৩৫) কালামিয়া মুন্সীর মেয়ে দিলারা
বেগম (১৯) আব্দুস সালম এর মেয়ে জান্নাত আরা (৭) ও রিয়া আক্তার (১৪)
সেলিম মিয়ার মেয়ে সাদিয়া আক্তার ( ১৪) ও মিনারা আক্তার (১৮) সালাম এর
মেয়ে রুখসানা আক্তার (৫) একই জেলার সালাম এর ছেলে মোঃ সামি (৩) ঢাকা
জেলার মহি হোসেন এর মেয়ে মুক্তা আক্তার ( ১৭) বাগেরহাট জেলার আসলাম
খানের মেয়ে তামান্না আক্তার (১৭) দিনাজপুর জেলার হুমায়ুন কবির এর মেয়ে
হুমাইরা খাতুন (১২) ও ছেলে আমেদ আলী (১৪) নারানগঞ্জ জেলার আলম মিয়ার
ছেলে নুর ইসলাম (১৩) খুলনা জেলার রবিন অধিকারীর ছেলে আকাশ অধিকারী (১৩)
চাপাই নবাবগঞ্জ জেলার প্রতাপ ঘোষ এর ছেলে প্রকাশ ঘোষ।
যশোর রাইটস এর পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন ফেরত আসাদের আমরা ও মহিলা
আইনজীবি সহ কয়েকটি এনজিও গ্রহন করব। এদের প্রাথমিক ভাবে যশোর নিয়ে
পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদের দালালরা বিভিন্ন প্রলোভন ও
পাচারকারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ভারতে দেশের বিভিন্ন সীমান্ত পথে
পাচার করে। এরা ১ থেকে ২ বছর পর্যন্ত আদালতের মাধ্যেমে জেল খেটে দেশে
ফেরত আসে। তবে এদের সে দেশের সরকার, বেসরকারী এনজিও শেল্টার হোমে রাখে।
মহিলা আইনজীবি সমিতির এরিয়া কোয়ার্ডিনেটর রেখা রানী বলেন এরা বিভিন্ন
দালাল এবং পাচারকারীর মাধ্যেমে ভারত পাচার হয়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র
মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে আজ এরা বিশেষ ট্রাভেল পারমিটের
মাধ্যেমে দেশে ফেরত আসে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন ফেরত আসাদের বেনাপোল থানায়
হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের আরো কাগজপত্রর আনুষ্ঠানিকতা সম্পন্ন
করা হবে।বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান বলেন থানার আনুষ্ঠানিকতা শেষে
এদের কয়েকটি এনজিওদের কাছে দেওয়া হয়। এই এনজিও কর্মকর্তারা যোগাযোগ এর
মাধ্যেমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।