কৃষি পুনর্বাসন ও প্রণোদনা সহায়তা পাচ্ছেন চাটমোহরের ৫ হাজারের বেশি কৃষক

২০২০-২০২১ অর্থবছরে প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও প্রনোদনা পেতে যাচ্ছেন চাটমোহরের ৫ হাজার ৫০ জন কৃষক। কৃষকের মাঝে সরকার প্রদত্ত পুনর্বাসন ও প্রণোদনার বীজ সার বিনামূল্যে বিতরণ করা হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ পুনর্বাসন ও প্রণোদনার আওতায় ১ হাজার ১শ বিঘা জমিতে গম, ১ হাজার ৮শ বিঘা জমিতে সরিষা, ২শ বিঘা জমিতে বোরো, ১৫০ বিঘা জমিতে ভুট্টা, ১শ ৫০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন মুগ, ২শ বিঘা জমিতে সূর্যমুখী, ২শ বিঘা জমিতে মসুর, ৪শ বিঘা জমিতে খেশারী, ১শ বিঘা জমিতে টমেটো এবং ৫০ বিঘা জমিতে মরিচ আবাদ করতে পারবেন কৃষক। এ ছাড়া ৭শ জন কৃষক পাচ্ছেন পেয়াজ বীজ। কৃষকের প্রায় ৫ হাজার বিঘা জমি কৃষি পুনর্বাসন ও প্রণোদনার আওতায় এসেছে।
চাটমোহর উপজেলা কৃষি অফিসার এ.এ মাসুম বিল্লাহ জানান, কৃষি পুনর্বাসন ও প্রণোদনার বরাদ্দ ও উপকরণ বিতরণের নীতিমালা পাওয়ায় সরবরাহের নিমিত্তে কৃষক নির্বাচনের কাজ চলছে। বরাদ্দকৃত উপকরণ শীঘ্রই পেয়ে যাবেন কৃষক। বিনামুল্যে বীজ ও সার সহায়তা পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপকৃত হবেন।