৭ নভেম্বর শনিবার থেকে চাটমোহর-ঢাকা, ঢাকা-চাটমোহর চলাচল করবে আরাম দায়ক জেনিন বাস সার্ভিস। এ উপলক্ষ্যে শুক্রবার বাদ মাগরিব চাটমোহর কাউন্টারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মালিক পক্ষ সূত্রে জানা গেছে, চাটমোহর থেকে ভোড় ৫ টায় এবং সকাল ৮ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে জেনিন বাস সার্ভিস এর দুটি বাস। বিকেল আড়াইটায় ঢাকার মিরপুর-২ থেকে এবং বিকেল তিনটায় টেকনিক্যাল থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হবে প্রথম বাসটি। দ্বিতীয় বাসটি মিরপুর-২ থেকে বিকেল সাড়ে চারটায় এবং টেকনিক্যাল থেকে ৫ টায় চাটমোহরের উদ্দেশ্যে রওনা হবে। চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর-ডেমরা-বাঘাবাড়ি-শাহজাদপুর-উল্লাপাড়া-সিরাজগঞ্জ রোড হয়ে চলাচল করবে গাড়ি দুটি।
মিলাদ ও দোয়া মাহফিলে চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী, চাটমোহর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিমুদ্দিন মিয়া, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা শেখ সালাহ উদ্দিন ফিরোজ, সাংবাদিক শাহিন রহমান, তোফাজ্জল হোসেন বাবু, স্বাদ রেষ্টুরেন্টের সত্ত¡াধিকারী শহিদুল ইসলামসহ এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুল আমীন।