মওলানা ভাসানি স্মরণে
ফারাক্কা মিছিলের মহানায়ক,
কবি শামসুর রাহমানের সফেদ পাঞ্জাবির শুভ্র
পুরুষ মওলানা ভাসানি,
তোমাকে স্মরণ করি
মানুষের সংগ্রামের উদ্বেল মিছিলে,
বঞ্চিতদের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকারে।
তুমি আছো সবুজ ফসলের সুন্দরে,
আর জাগ্রত জনতার অন্তরে অন্তরে।
তুমি ছিলে কৃষক-শ্রমিকের নয়ন মনি
সর্বহারা মানুষের মুকুটবিহীন সম্রাট,
অচেতন জনতার পরম শিক্ষাগুরু,
আর শ্রমজীবী মানুষের সংহতির কণ্ঠস্বর।
আমরা এখন দুঃসময় এর অধিবাসী
এই দুর্দিনে তোমাকে বেশি করে মনে পড়ে আজ তুমি নেই বলে,
কে মোছাবে ফিলিস্তিনি ভাই-বোনদের চোখের জল
অন্যায় আর অসত্যের বিরুদ্ধে
কে করবে রক্ত জবার মত প্রতিরোধের উচ্চারণ?
কে বলবে আজ বানে ভাষা মানুষের কথা?
কে অার হুংকার ছাড়বে লাঙ্গল যার জমি তার,
ভোটের আগে ভাত চাই বলে,
তুমি নেই বলে কেউ আর সাহসের
তরবারি হাতে ছুটে বেড়ায় না গ্রাম-গ্রামান্তরে
কেউ আর তর্জনী উঁচিয়ে দেয় না পাহারা এশিয়ার বিবেক।
কেউ আর সন্তোষের উদ্দাম প্রান্তরে পর্ণকুটিরে জায়নামাজে ধ্যানমগ্ন হয়না
বসে না সেই আঙ্গিনায় কোন লাঠি খেলা বা কবি গানের আসরে
দেখা যায় না তোরাব ফকিরের উজ্জ্বল উপস্থিতি।।
কেউ আর খাওয়ায় না তেমন আদর করে নৌকায় রান্না করা গরম খিচুড়ি,
কেউ আরটিআর গ্যাস, বুলেট উপেক্ষা করে পড়ায় না জানাজা শহীদের।