ঈশ্বরদীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান ‘ এই শ্লোগানে ঈশ্বরদীতে বঙ্গবন্ধু জাতীয়   যুব দিবস পালিত হয়েছে।  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার উপজেলা পরিষদের মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা,  সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। সভায় বক্তারা প্রশিক্ষণ, ঋণের পরিমাণ ও পরিধি বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, সহকারী কমিশনার (ভূমি)  মমতাজ মহল, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন।  বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল খালেক,  প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, আত্মকর্মসংস্থান অর্জন কারী মুরাদ মালিথা ও শেফালী খাতুন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোরশেদ আহমেদ। পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।