চাটমোহরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋন ও সনদপত্র বিতরন

শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, চাটমোহর পাবনা

মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান এই পতিপাদ্যে পাবনার চাটমোহরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচলা সভা ও, যুব ঋণ ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক ,মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন,পাবনা জেলা পরিষদের সদস্য হেলাল উদ্দিন , চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল প্রত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমাদের বড়াল প্রত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ । এসময় প্রশিক্ষিত ১২ জন যুবক যুবতির মাঝে ৫ লক্ষ ১০ হাজার টাকা ঋন প্রদান এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন প্রাপ্ত ২৫ জনকে সনদপত্র বিতরন করা হয়।