বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষ্যে এইচ পি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার গড়মাটি ঘাট এলাকায় খলিসাডাঙ্গা নদীতে শুক্রবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বড়াইগ্রামের সাতইল গ্রামের নৌকা রুপসী বাংলা প্রথম, একই গ্রামের সোনার তরী দ্বিতীয় এবং পাবনার চাটমোহরের কাটাখালির নৌকা জনতা এক্সপ্রেস তৃতীয় স্থান অধিকার করেছে। বিজয়ীদের হাতে প্রথম পুরষ্কার হিসাবে একটি ফ্রিজ, দ্বিতীয় পুরষ্কার ৩২ ইঞ্চি ও তৃতীয় পুরষ্কার হিসাবে ২৪ ইঞ্চি এলইডি রঙিন টিভি তুলে দেয়া হয়। ফাইন্ডেশনের সভাপতি সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খেচু ও আব্দুস সালাম খান, সমাজসেবক মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক শামসুর রহমান শাহীন ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হালিম হোসেন উপস্থিত ছিলেন। বিলুপ্তপ্রায় এ নৌকা বাইচ উপভোগ করতে কমপক্ষে ১৫ হাজার মানুষ নদীর দুই তীরে সমবেত হন।