পাবনার তারাবাড়ীয়া উচ্চ বিদ্যালয় স্থাপনের আলোচনা সভা অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামে একটি উচ্চ বিদ্যালয় স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তারাবাড়ীয়া ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালযয়ে চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান বন্দরের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ জানু জোয়ারদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, আলহাজ্ব মকবুল হোসেন বেগু, আব্দুল কাদের মোল্লা,রওশন আলী, আব্দুল মজিদ খান, সাইদুর রহমান বাদশা,আব্দুল্লাহ বিশ্বাস, আলহাজ্ব আজিম উদ্দিন মাস্টার, জাহেদ আলী প্রামানিক, বদিউজ্জামান খান, আব্দুল হামিদ,ময়েন সরকার,রইচ উদ্দিন খান, ইসলাম খান, আব্দুর রাজ্জাক বাচ্চু, প্রধান শিক্ষক মাহমুদা সুলতানা, ইউপি সদস্য গোলাম মর্তুজা,আবু সাইদ খান ও সাংবাদিক এম মনিরুজ্জামান। এ সময় আরো কাজী গোলাম মোস্তফা, সেলিম রেজা খান, শাহিনুর রহমান,আলী আকবর,নারায়ন সাহা, মোহাম্মদ আলী মাস্টার,খালেদ মাহমুদ প্রমুখ। এছাড়াও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আব্দুল খালেক খান ও সাইদুর রহমান বাদশা জোয়ার্দার উচ্চ বিদ্যালয়ের জমি দান করতে সম্মতি প্রদান করেন ও উপস্থিত নেতৃবৃন্দ প্রায় ৮ লাখ টাকা তাৎক্ষণিক দিতে সম্মতি প্রদান করেন।