বৃষ্টিতে সাঁথিয়ায় সবজি ও ধানের ব্যাপক ক্ষতি জনজীবনে দুর্ভোগ


আবু ইসহাক ,সাঁথিয়া ঃ
সাগরে নি¤œচাপের প্রভাবে বৃহস্পতিবার হতে শনিবার পর্যন্ত লাগাতার বৃষ্টির কারণে পাবনার সাঁথিয়ার কৃষকদের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ধারাবাহিক বৃষ্টিতে জন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পাবনা জেলার বিভিন্ন উপজেলা এ মৌসুমে সবজির চাষ হয়ে থাকে। এখন সবজির বীজতলার তৈরির কাজ চলছিল। এমন সময় অব্যাহত বৃষ্টিতে অনেক
বীজতলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সবজির বীজতলা নষ্ট হয়ে গেছে। বর্তমানে মাঠে কৃষককের মূলা, লাল শাক, পালন শাকসহ বিভিন্ন সবজির আবাদ চলছিল। এদিকে দেশে পেঁয়াজের দামবৃদ্ধি পাওয়ায় সাঁথিয়ার অনেক এলাকায় কৃষকরা মূলকাটা পেঁয়াজ রোপনে ব্যস্ত সময় পার করছিল। এমন সময় বৃষ্টির হানায় পেঁয়াজের ব্যাপক ক্ষতি সাধন হবে বলে অনেক কৃষকের ধারণা। এছাড়াও কৃষকরা হালি পেঁয়াজের বীজতলায় তৈরি নিয়ে নতুন
করে সমস্যা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। অনেকেই বীজতলা তৈরির জমি প্রস্তুত করছিল।
এমন সময় বৃষ্টির দেখা দেওয়ায় বিলম্ভিত হলো বীজতলা তৈরির কাজ। এবছর বার বার বৃষ্টির
দেখা দেওয়ায় যথাসময়ে বীজতলা তৈরি করতে পারছে না কৃষক। তারা কাঁদা মাটিতে বীজতলা তৈরির জন্য ইতো মধ্যে ঈশ্বরদী থেকে ছাই কিনে বীজতলা তৈরির প্রস্তুতি গ্রহণ করেছিল। এসময় বৃষ্টি হয়াতে হালি পেঁয়াজের বীজতলা হুমকীর মুখে পড়বে বলে কৃষকরা জানান। অপর দিকে জেলার কৃষকরা জমিতে আধা পাকা, পাকা ও কাঁচা ধান নিয়ে ব্যাপক
চিন্তায় পড়েছে। বৃষ্টির সাথে হালকা বাতাস থাকায় কৃষকদের রোপা আমন ও বুনা আমন ধান পানিতে শুয়ে পড়েছে। এতে আধা পাকা ও কাঁচা ধানের ব্যাপক ক্ষতি সাধনের আশংকা করছেন কৃষকরা। খোঁজ নিয়ে দেখা গেছে বাতাসের সাথে বৃষ্টিতে রোপা
আমনের ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে শুয়ে পড়েছে কৃষকের আধা পাকা ও কাঁচা ধান। দুঃচিন্তায় পড়েছে অনেক কৃষক। সাঁথিয়া উপজেলার বিষ্ণুবাড়ীয়া গ্রামের কৃষক আব্দুল বারেক জানান, তার দুই বিঘা জমিতে রোপা আমনের আবাদ
করেছিল। ধান শীর্ষ বের হয়েছে। এসময় বৃষ্টিতে জমির ধান পানিতে পড়ে গেছে। এখন
ধানের ফলন হবে না মর্মে সে চিন্তিত হয়ে পড়েছে।
সাঁথিয়া উপজেলা উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা গোপাল চন্দ্র জানান, বৃষ্টিতে কৃষকের শাক সবজি ও পেঁয়াজের ক্ষতি হয়েছে। আমরা কৃষি অফিস থেকে কৃষকদের ক্ষতি পূরণে পরামর্শ দিয়ে যাচ্ছি।