সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: কোভিড-১৯ পরবর্তী প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বগুড়ায় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষকদের স্বাস্থ্যবিধি মেনে বুধবার দিনব্যাপী ‘সৃজনশীল ও যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল মামুন সরদারের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষকদের উক্ত প্রশিক্ষনের উদ্বোধণ করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তাসনিমুজ্জামান।
প্রশিক্ষণে মাষ্টার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে গণিত এর আল মামুনুর রশিদ, সহকারী শিক্ষক (বিজ্ঞান) নাজনীন সুলতানা, সহকারী শিক্ষক (বাংলা) নজরুল ইসলাম, চাঁদমুহা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম শফিকুল ইসলাম, পল্লীমঙ্গল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, হাজরাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীরানা আঞ্জুম, দারিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আব্দুল্লাহ্ আল মামুন। প্রশিক্ষণের উদ্বোধনী
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের মাধ্যমিক শাখার ইনচার্জ (একাডেমিক) শাহজাহান আলী।