লালপুরে পূর্ব সত্রুতার জেরে পাঁচ কৃষকের ফসল ও গাছ কর্তন

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটেরের লালপুরে পূর্ব শত্রতার জেরে পাঁচ কৃষকের ফসল ও গাছ কেটে দিয়েছে দুবৃত্তরা। উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (১৮ এপ্রিল) ক্ষতিগ্রস্থ কৃষক আক্কাছ আলী (৩৭) জানান,দীর্ঘ দিন ধরে গ্রামের একটি সরকারী দীঘী নিয়ে তাদের সাথে ওই গ্রামের কতিপয় ব্যাক্তির মধ্যে বিবাদ চলে আসছে। বিগত কয়েক মাস পূর্বে ওই সমস্ত ব্যাক্তিরা আমাদের বাড়িঘরে আগুন দেয় এবং একজন গৃহিনিকে কুপিয়ে জখম করে। এরই জেরে ওই ব্যাক্তিরা শুক্রবার রাতে তার সোয়া বিঘা জমির পাকা ধান কেটে নিয়ে গেছে এবং ছয়টি মেহগনী গাছ কেটে দিয়েছে। শুধু তাই নয়, আরো চার জন কৃষকের ফসল ও গাছ কেটে দিয়েছে তারা। ক্ষতিগ্রস্থ অপর কৃষক মোজাম্মেল জানান, তার ১০ কাঠা জমির আম বাগান ও সুপারী বাগান কেটে দিয়েছে তারা। অপর কৃষক মিলন জানান, দুবৃত্তরা তার পুকুরের পাড়দিয়ে লাগানো কলার বাগান কেটে দিয়েছে।এ ছাড়া বক্কার এর কয়েকটি আমগাছ ও বাদশার কলার গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। ক্ষতিগ্রস্থ কৃষকরা সাংবাদিকদের জানান,তারা নাটোর আদালতে এ বিষয়ে আলাদা আলাদা মামলা দায়ের করবে।