বিশ্বনাথ প্রতিনিধি :: ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী’ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথকভাবে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ সদর ইউনিয়নে সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, সচিব বিজিত সরকার, মেম্বার জহুর আলী, হেলাল আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার লাকী বেগম।উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও থানার এএসআই সাইদুল ইসলামের পরিচালনা অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন এসআই সঞ্জয় দেব, পরিষদের মেম্বার সিরাজ উদ্দিন, আমির উদ্দিন, আবদুল মতিন, ফজলু মিয়া, মিছির আলী, বাবুল আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার রিতা রাণী বৈদ্য, সালমা বেগম।
বিশ্বনাথে লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবুল কালামের মতবিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবুল কালাম। শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সংগঠক আবদুস সালাম প্রমুখ।