প্রত্যয় সাহিত্য পরিষদের ৩৭তম মাসিক স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

পাবনার ফরিদপুরে পৌর মুক্তমঞ্চের হলরুমে ‘প্রত্যয় সাহিত্য পরিষদ’ আয়োজিত মাসিক স্বরচিত কবিতা পাঠের ৩৭তম আসর, কবি আড্ডা, আলোচনা ও নির্বাচিত কবিকে পুরস্কার প্রদান অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার। উপস্থিত ছিলেন সাবেক উপ-পরিচালক হোসনে আরা বেগম, পল্লিদারিদ্র বিমোচন ফাউন্ডেশনের তৌহিদ আরা ইরানী, ছড়াকার কামাল খাঁ, ফকির খালেক। আসরে স্বরচিত কবিতা পাঠ করেন আবদুল কাদের, ফাত্তাহুল মালিক, মো.ওয়ারেছ আলী, সাদিয়া পারভীন, শামস শাপলা, ইমরান হোসেন, ইমরান আহমেদ, আশরাফ আলী, আতিকুর আপেল, হাবিবুর রহমান সাভারী, ববি বিলকিস, আসমানী গুলতেকিন, মিতু খাতুন, মোল্লা আলী আছগার, কামাল খাঁ, ফকির খালেক প্রমুখ। অনুষ্ঠানে গত ৩৬তম আসরে পঠিত কবিতাগুলো থেকে বাছাই করে কবি মিতু খাতুন-কে শ্রেষ্ঠ কবি’র পুরস্কার হিসেবে সনদ ও মূল্যবান বই প্রদান করা হয়। এছাড়া আগামী ১৩ অক্টোবর অত্র অঞ্চলের প্রয়াত সাহিত্যিক ডা. উত্তম কুমার-এর ৭৩তম জন্মবাষির্কী উপলক্ষে কবিকে স্মরণ করে এক মিনিট নীরবতা ও তাঁর জীবন ও কাজ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও শিশুসাহিত্যিক নুরুল ইসলাম বাবুল। পরিচলনা করেন কবি ও সাহিত্যিক মোল্লা আলী আছগার।