হাতিবান্ধায় ইউপি উপনির্বাচনে দুই পক্ষের সংঘর্ষ আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের উপ নিবার্চনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল ও স্বতন্ত্র  প্রার্থী আকতার খন্দকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। একে অপরকে দোষারোফ করে চলছে। আওয়ামীলীগ প্রার্থী বলছেন আকতার খন্দকারের লোকজন আমাদের লোকজনের উপর প্রথমে হামলা করে। এদিকে  আকতার খন্দকার বলছেন আওয়ামী লীগ প্রার্থীর লোকজন প্রথমে আমাদের উপর হামলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলকায় পুলিশ টহল দিচ্ছেন।
জানাগেছে,  আজ ১৬ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার গড্ডিমারী এলাকায় আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর লোকজন  গণ সংযোগ করছিলো। এ সময় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের মাঝে সংঘর্ষবাধে ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলন বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রেয়েছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, আকতার জামায়াত শিবিরের প্রার্থী। সে আমাদের লোকজনের উপর একের পর এক হামলা করেছে।
স্বতন্ত্র প্রার্থী আকতার খন্দকার বলেন, আমাকে নির্বাচন করতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। ওরা শুধু আমার লোকজনদের নয় আমাকেও মারধর করেছে।