বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় মনিরুজ্জামান (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে মাদকসেবীরা। এ ঘটনায় সোমবার আমজাদ হোসেন (৪০) ও সাগর হোসেন (৩৬) নামে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রোববার বিকালে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক আমজাদ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আহাদ আলীর ছেলে এবং সাগর হোসেন পাশের গুরুদাসপুর উপজেলার রওশনপুর গ্রামের সাইদুল ইসলাম প্রামাণিকের ছেলে। ছুরিকাঘাতে আহত মনিরুজ্জমান নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল আজিজ মাষ্টারের ছেলে ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, রোববার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হান্নানের কলার বাগানে আমজাদসহ সাত আট জন বসে গাঁজা সেবন করছিল। এ সময় হান্নান ও প্রতিবেশী মনিরুজ্জামান তাদেরকে মাদক সেবনে বাধা দেন। এ সময় বিতর্কের এক পর্যায়ে তারা মনিরুজ্জামানের পিঠে ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মামলার অপর আসামীদের আটকের চেষ্টা বলছে বলে তিনি জানান।