ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
সারাদেশে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় পথসভা ও মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা ঈশ্বরদী উপজেলা শাখা। সোমবার দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরদী প্রেসক্লাব সড়কের সামনে এই পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান মন্ত্রীসভায় অধ্যাদেশ আকারে অনুমোদন হওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আইন বাস্তবায়নের পাশাপাশি ধর্ষক ও ধর্ষকদের পৃষ্ঠপোষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে ধর্ষণের মত জঘন্য অপরাধের ঘটনা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রততম সময়ের মধ্যে শাস্তিদানের জন্য কঠোর হতে হবে।
মানববন্ধন ও পথসভায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার পাবনা জেলা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আ,স,ম আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসনাত, যুগ্ম-সাধারণ সম্পাদক শামস আরেফিন শাওন, ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, মহিলা সম্পাদিকা রুনু বেগম প্রমূখ। সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাসেম আলী। ।