বিশ্বনাথ প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, প্রত্যেক প্রতিবন্ধীর মধ্যেই একটি ভালো নিজস্ব গুণাবলী বিদ্যমান রয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রতিবন্ধীদের নিজস্ব গুণটাকে খুঁজে বের করতে হবে। আর সেই গুণ সমাজের উন্নয়নে কাজে লাগালে প্রতিবন্ধীরা যেমন সম্মান পাবে, তেমনি দেশ ও জাতির কল্যাণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। এজন্য এসরকারের আমলে প্রতিবন্ধীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বিশ্বনাথ উপজেলার বৃহত্তর আমতৈল এলাকার প্রতিবন্ধীদের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহন করে বাস্তবায়ন করা হচ্ছে।তিনি রোববার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকার প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলার ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’ মিলনায়তনে উপজেলা প্রশাসন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এলাকার ৫০টি প্রতিবন্ধী পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে ও ৭১ জন প্রতিবন্ধীকে প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ (১০ ধরণের) প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) শেখ হামীম হাসান, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মীর মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক সন্ধীপ কুমার সিংহ।অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা নিভাষ রঞ্জন দাস, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ-আল জুবায়ের, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, নবীন সুহেল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।