বালক ও বালিকার প্রেম


এনামুল হক টগর

তোমার গোলাপ রাঙা যৌবন প্রেমে আমি মগ্ন প্রিয়তম বালিকা,
ওই চাঁদের জ্যোৎস্নায় মোহবিষ্ট হয়ে পুষ্প কাননে সৌরভ ছড়াও তুমি বিস্ময় অবাক।
কতো অলংকার স্নেহ মমতা ও মায়াবী রূপের ঝলকে তোমার শরীর জ্যোতিতে ভরপুর।
আলোর আভা ও ফুলের শোভায় যৌবন যেন সৌন্দর্যের মালামতি গৌরব অধিকার।
প্রেম লীলামুকুট দেহাবরণ খ্যাতি সবই তোমার যৌবন কামনার বাসনায়,
দিকে দিকে জয়বর ধ্বনি ও প্রতিধ্বনি শুনি বিজয় বিজয় দীপ্তিময়-
বিস্ময় অলৌকিক ও ঐশ্বরিক জ্যোতির্ময় প্রেম যেন আলোয় আলোয়,
তাঁরই মাঝে আমি শান্তির জান্নাত খুঁজি অমৃত সুধা মধু জ্ঞানের সংসার জীবনময়।
সদ্য কুঁড়ির মায়াময় চেতনা বিকাশে প্রস্ফুটিত জীবন তোমার সদ্য নব নব-
তুমি যেন সেই প্রাণের ইভ হাওয়ায় হাওয়ায় চৈতন্যের এক বালিকা স্মৃতিময় প্রিয়তম আজব।
আনন্দস্বরূপ তুমি গুপ্তজ্ঞান ও গোপন ভাবের গৌরবে সফল সম্মান গর্ব!
তোমার দেহ ভাণ্ডারে কতো তত্ত্বজ্ঞান রত্নজ্ঞান মতিদানা অমূল্য চেতনা দৌলত!
এ-সব ফেলে তুমি চলে যাবে একদিন আর ফিরবে না জানি শুধু জেগে থাকবে পুরনো স্মৃতি!
কিন্তু বালুকাবেলার প্রেমময় এক তরুণ দীপ্ত রাখাল বালক ভালোবাসায় ব্যাকুল,
তোমার জন্য দাঁড়িয়ে থাকবে মিলন দর্শন জ্ঞানে আকুল। গভীর আকাঙ্ক্ষাভরা আদম রূপের সুরতে এক আদর্শ ভরা প্রেমিক বালক অশ্রুজলে।
১২/১০/২০২০