ঘড়েঘড়ে ভাতাভুক্ত কার্ড পৌছে দিচ্ছেন খুনিয়াগাছ ইউপি চেয়ারম্যান

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে ঘড়ে ঘড়ে ভাতা ভুক্ত কার্ড ধারী পরিবারদের খোজ খবর নিয়ে পৌছে দিচ্ছেন খুনিয়াগাছ ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয় লাভ করেন। দায়িত্বভার গ্রহনের পর থেকে ইউনিয়নের অবকাঠামো বিষয়গুলো তালিকাভুক্ত করেন। সে মোতাবেক ইউনিয়নের কাঁচা পাকা রাস্তা নির্মান করেন। আরো রয়েছে কিছু অবকাঠামো তা আগামীতে বিজয় লাভ করলে সুষ্ট সমাধা হবে জানান চেয়ারম্যান আমিনুর ইসলাম। ইতোমধ্যে নতুন ভাবে সাহস্রাধিক বিধুবা ও বয়স্কদের ভাতা ভুক্ত আওতায় আনতে পেরেছেন তিনি। খুনিয়াগাছ বাজার হতে দক্ষিণে চর এলাকা বাসির চলাচলের সুবিধার্থের জন্য পাকা রাস্তা করে দিতে সক্ষম হয়েছেন চেয়ারম্যান আমিনুর ইসলাম। শুধু তাই নয় খুনিয়াগাছ বাজার হতে রাজপুর ইউনিয়নগামী লক্কর চক্কর রাস্তাটি রিপিয়ারিং করে নিতে সুফল অর্জন করেছেন তিনি। এদিকে ইউনিয়নের ৫/৬ টি কাঁচা রাস্তা বাঁধ করে নিয়েছেন ইউনিয়ন বাসির সুবিধার্থের জন্য। ফলে তিনি ইউনিয়ন বাসির নিকট আপন ও প্রিয় হয়ে উঠেছেন। ওই ইউনিয়নের সমাজ সেবক মানিক মিয়াসহ বিপুল সংখ্যক ভোটাররা জানান, ২০১৬ সালের আগে এই ইউনিয়নে অনেক রাস্তাঘাট হযবরল ছিল। ২০১৬ সালের পর থেকে ইউনিয়নের অবকাঠামো গুলো তালিকা করেন চেয়ারম্যান আমিনুর ইসলাম। সে মোতাবেক কাজ করেছেন। কিছু কাজ বাকী রয়েছে তা আগামীতে করার প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে। এব্যাপারে খুনিয়া গাছ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর ইসলাম বলেন, ইউনিয়নবাসির জন্য আমার যা করার সম্ভব তাই করেছি। বাকী কাজটুকু যদি ইউনিয়ন বাসি আগামীতে নির্বাচিত করে তাহলে নিজ অধিনে সম্পন্ন করবো জানান।