বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে সাইফুল ইসলাম নামে এক স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৭টায় সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের দক্ষিণপাড়া তালদহ মাঠ থেকে তাকে দুই পায়ের রগ কাটা ও মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। এরপর তাদের খবরে পুলিশ এসে তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। নিহত সাইফুল ইসলাম গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত হাইতুল্লাহ প্রমানিকের ছেলে। বগুড়া সদরের নারুলী বাসা থেকে গাবতলীর স্কুলে যাতায়াত করতেন তিনি। জানা গেছে, সাইফুল ইসলাম বুধবার সকালে নারুলীর বাসা থেকে বের হয়ে দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ে যান। সারাদিন তিনি দুর্গাহাটা এলাকাতেই ছিলেন। রাতে তিনি আর বাড়ি ফেরেন নি। পরদিন সকালে মাঝবাড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পথে তালদহ মাঠে কাঁচা রাস্তার উপর দু’পায়ের রগ কাটা এবং মাথায় আঘাতপ্রাপ্ত তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সংবাদ পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল পুলিশ ফাঁড়ির (এসআই) আজিজ মন্ডল জানান, ময়নাতদন্ত শেষে সাইফুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।