নির্মলেন্দু সরকার বাবুল
সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর)সকাল ১০ টায় উপজেলার প্রেসক্লাব মোড় এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন সময়ের বাতিঘর ও সার্চ হিউম্যান রাইটস সোসাহাটির উদ্যেগে এই কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, সারোয়ার হোসেন, মাসুম বিল্লাহ অভি এমদাদুল হক, সৈকত সরকার, রফিকুল ইসলাম,নারী নেত্রী মুক্তা সহ আরো অনেকে।
বক্তারা বলেন, দেশ একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই জন্য যারা ধর্ষণ করে ও ধর্ষনের সাথে জড়িত থাকে তাদেরকে সামজ থেকে বয়কট করতে হবে।
এছাড়াও সকল ধর্ষকের জন্য দ্রুত বিচার নিশ্চিত করা, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং প্রত্যেক উপজেলায় ধর্ষণের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জোড়ালো ভূমিকা নিশ্চিতের দাবী জানান তারা।দ