আবারো বিয়ে করলেন শমী কায়সার

মঞ্চ ও টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার আবারো বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন। যিনি পেশায় একজন ব্যবসায়ী। শুক্রবার জমকালো অয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়।
পরিণয়ের আগে উভয়েই ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্ব থেকেই একে অপরের প্রতি ভালো লাগা এবং বিয়ে। বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে শমী কায়সারের ঘনিষ্ট এক মিডিয়াকর্মী নিশ্চিত করেছেন।
দেশের প্রখ্যাত অভিনেত্রী, বিশিষ্ট নারী উদ্যোক্তা শমী কায়সার বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন সুমন। তিনি পেশায় ব্যবসায়ী। র‌্যাংগস গ্রুপের প্রাক্তন কর্মকর্তা ছিলেন। অভিনেত্রীর পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, গত ৮ অক্টোবর বিয়ে সম্পন্ন হয়েছে শমীর। পারিবারিক আয়োজনেই হয়েছে এ বিয়ে। সেখানে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা।
উল্লেখ্য, এটি শমী কায়সারের তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর।এবার তিনি ঘর বাঁধলেন রেজা আমিন সুমনের সঙ্গে। রেজা আমিন সুমন বর্তমানে গ্রুপ ফোর দুবাইএর দায়িত্বে রয়েছেন।
করোনাকালীন এই সময়ে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা তারা করতে চাননি। তাই দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে হয়।’নবদম্পতিকে শুভেচ্ছা।